Site icon চ্যানেল আই অনলাইন

সাগর-মঞ্জুরুল বনাম খোকন-কাজলে জমবে ভোটের লড়াই

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটের লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা।  দুই রাজনৈতিক দলের সমর্থিত প্যানেলের মধ্যেই এবার ভোটের লড়াই জমবে বলে জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা।

আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠেয় এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত (সাদা) প্যানেল ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল ঘোষণা করা হয়েছে।

আসছে নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে প্রার্থী করা হয়েছে। এছাড়া এই প্যানেলের দুটি সহ-সভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম এবং সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ এবং মো. ইব্রাহিম খলিলকে প্রার্থী করা হয়েছে।

অন্যদিকে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে প্রার্থী করা হয়েছে। এছাড়া দুটি সহ-সভাপতি পদে অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, ট্রেজারার পদে অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির ও ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। এই প্যানেল থেকে সাতটি সদস্য পদে ব্যারিস্টার সৌমিত্র সরদার রনী, অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান ভূঁইয়া, অ্যাডভোকেট রাশেদুল হক খোকন, অ্যাডভোকেট মাহমুদা আফরোজ, অ্যাডভোকেট বেলাল হোসেন শাহীন, অ্যাডভোকেট খালেদ মোশাররফ রিপন ও অ্যাডভোকেট রায়হান রনিকে প্রার্থী করা হয়েছে।

আসছে নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১২ থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আর ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এই নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ ও ৭ মার্চ। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এক বছর মেয়াদি এই নির্বাচনে সভাপতি, দুজন সহসভাপতি, সম্পাদক , কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক এবং সাত জন সদস্য নির্বাচিত হবেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত (২০২৩-২৪) নির্বাচনে ভাঙচুর, সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটা ও হট্টগোলের নজিরবিহীন ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীদের ভোট বর্জন ও নতুন নির্বাচনের দাবীর মধ্যেই ১৭ মার্চ রাতে সে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। যেখানে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতেই জয় পান আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের আইনজীবীরা।

Exit mobile version