মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। মুনকি আক্তারের ৪টি, তৃষ্ণা রানীর এবং আলপি আক্তারের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে ১২-০ গলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধরা।
নেপালের পোখারায় গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের হয়ে মুনকি, ত্রিশনা এবং আলপি ছাড়াও একটি করে গোল করেন মামুনি চাকমা এবং অর্পিতা বিশ্বাস।
ম্যাচের ২৮ মিনিটে মামুনির গোলে লিড পায় প্রতিযোগিতার সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ৪৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন তৃষ্ণা। এক মিনিট পর তৃতীয় গোল যোগ করেন মুনকি। ৪৫ মিনিটের পর যোগ করা সময়ে মুনকি জোড়া গোল পূর্ণ করেন। ৪-০তে এগিয়ে বিরতিতে যায় মেয়েরা।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে তৃষ্ণার জোড়া গোলে আরও এগিয়ে যায় বাংলাদেশ, ৬০ মিনিটে তিনি পূরণ করেন হ্যাটট্রিক। ৭৩ মিনিটে আলপি জালের দেখা পান। ৮১ মিনিটে মুনকি পূরণ করেন হ্যাটট্রিক।
আলপি ৮৬ মিনিটে আলপি করেন নিজের দ্বিতীয় গোল। ৯০ মিনিট পেরিয়ে গেলে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মুনকি নিজের চতুর্থ গোলটি করলে দশম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে অর্পিতা গোল করেন। সবশেষ দলের ১২তম গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি।
সোমবার বাংলাদেশ সময় বেলা ১২টায় পোখারায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ।









