বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত হয়েছেন আবু সাঈদ-মীর মুগ্ধসহ কয়েকশত ছাত্র-জনতা। যাদের সাহসিকতায় শেখ হাসিনা সরকারের পতন ত্বরান্বিত হয়েছে। গোল করে তাদের স্মরণ করলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার মিরাজুল ইসলাম।
নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গোল করে আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ করেছে বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল।

ম্যাচের ১৭তম মিনিটে শ্রীলঙ্কার জালে বল পাঠান মিরাজুল। গোল করে দৌড়ে ডাগআউটের দিকে চলে যান বাংলাদেশের নাম্বার টেন। সেখানে মিরাজুল জার্সির ওপর একটি টি-শার্ট গায়ে জড়িয়ে গোল উদযাপন করেন, যে শার্টে সাঈদ-মুগ্ধর নাম লেখা ছিল।
টি-শার্টটিতে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদ এর মরণে মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি?’









