সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২ গোল হজম করেছে বাংলাদেশ। অবশ্য গোল শোধ করেছে একটি। ২-১ গোলে পিছিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।
কলম্বোতে ফাইনালের তৃতীয় মিনিটে লিড পায় ভারত। বাংলাদেশ রক্ষণভেদ করে জালে বল পাঠান দাল্লালমৌন গ্যাংটে। ২৫ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মানিক। হেডে ভারত জালে গোল পাঠান লাল-সবুজের নাম্বার নাইন।
আক্রমণ-প্রতি আক্রমণে দুদলই লড়তে থাকতে সমান তালে। ৩৮ মিনিটে ফের লিড পায় ভারত। এবার বাংলাদেশ রক্ষণ পরাস্ত করেন আজলান শাহ। ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় ভারত।








