জুনে ‘ফিফা উইন্ডো’ ও ‘সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৩’-এ চোখ রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং প্যানেলে তিনজনকে নিয়োগ দিয়েছে বাফুফে। তাদের দুজন সহকারী কোচ, বাকি জন ফিজিওথেরাপিস্ট। তিনজনই স্পেনের। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিন দুপুরে বাফুফের ‘ন্যাশনাল টিমস কমিটি’র ১৮তম নিয়মিত সভায় নিয়োগপ্রাপ্তদের বিষয়ে সিদ্ধান্ত হয়। কোচিং প্যানেলে নিয়োগ পাওয়া সদস্যরা হলেন- ডেভিড গোমেজ গঞ্জালেজ (সহকারী কোচ), মিগুয়েল অ্যাঞ্জেল অনিডো ইগলাসিয়াস (গোলকিপার কোচ) ও ডেভিড ডোবারো মাগান (ফিজিওথেরাপিস্ট)। জামালদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক স্পেনিয়ার্ড হাভিয়ের ক্যাবরেরা।
সভায় একইসঙ্গে জাতীয় ফুটবল দলের টিম লিডার হিসেবে বাফুফে ‘ন্যাশনাল টিমস কমিটি’র সদস্য মো. শওকত আলী খান জাহাঙ্গীরকে মনোনীত করেছে। আগামী চার জুন থেকে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টসে ‘ফিফা উইন্ডো’ ও ‘সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৩’র আবাসিক ক্যাম্প শুরু হবে।
‘ফিফা উইন্ডো’ উপলক্ষে ১০ জুন কম্বোডিয়া যাবে জামাল ভুঁইয়ার দল। ১৫ জুন স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ খেলে ১৬ জুন ভারত যাবে ‘সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৩’ খেলার জন্য।








