মানবিকতা ও ঐক্যের শাশ্বত বার্তা সমাজের প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় হয়ে গেল সাধুমেলা “মানুষ ভজলে সোনার মানুষ হবি”।
একাডেমির নন্দনমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
সাধুমেলায় শুরুতে সমবেত কণ্ঠে লালনের ‘ভক্তিমূলক গান’ পরিবেশিত হয়। এরপর লালনসংগীত পরিবেশন করেন ফকির শামসুল শাই, জনপ্রিয় লালনসংগীত ‘তিন পাগল হল মেলা’ পরিবেশন করেন মেহেরুন নেসা পূর্ণিমা।
তারপর পরিবেশনা উপস্থাপন করেন শেখ জামাল উদ্দিন টুন টুন, শ্রী কৃষ্ণ গোপাল পরিবেশন করেন ‘লীলার যার নাইরে সীমা’ এবং ‘দেখো দেখো মনো রায় হয়েছে’ গান পরিবেশন করেন দিপা মন্ডল। ওমর আলী পরিবেশন করেন ‘আচলা ঝোলা তিলক মালা’ এবং আব্দুল লতিফ শাহ তার পরিবেশনা উপস্থাপন করেন।
তারপর লালনসংগীত পরিবেশন করেন মো. মিরাজ সিকদার ‘আমি ওই চরণে দাসের যোগ্য নই’, আকলিমা ফকিরানী এবং লাভলী শেখ ‘রসো প্রেমে ঘাট ভাড়িয়ে তরী বেওনা’। পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন মো. সমির হোসেন, ফারজানা আফরিন ইভা পরিবেশন করেন ‘আমায় রাখিলেন সেই কূপজল করে’ এবং লালনের গান ‘মন তোর এমন জনম আর কি হবে রে’ পরিবেশন করেন মো. মুক্তার হোসেন।
এরপর লালনসংগীত পরিবেশন করেন মোসা. লিনা খাতুন ‘কোথায় সে অটল রূপে বারাম দেয়’, মনিরুল ইসলাম এবং আবু শাহীন খান ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’। সবশেষে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় লালনের জনপ্রিয় ‘মিলন গান’।









