২০১৩ সালে অবসরে গেছেন শচীন টেন্ডুলকার। ৯ বছর পেরিয়েও টেস্টে তার সর্বোচ্চ রান-সেঞ্চুরির রেকর্ডটি অক্ষত। শুধু তাই নয়, লিটল মাস্টারের গড়া রেকর্ড ছোঁয়া তো দূরের কথা, এপর্যন্ত কাছাকাছিও পৌঁছাতে পারেননি কেউ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট সেই রেকর্ড ভাঙবেন বলেই মনে করছেন ওয়াসিম জাফর।
কিন্তু শচীনের রেকর্ড ভাঙতে রুটের আরও ৫-৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে হবে বলে মত ভারতের সাবেক ওপেনার জাফরের।
‘লম্বা সময় ধরে খেললে রুট এই রেকর্ড ভাঙতে পারবেন। তার বয়স এখন মাত্র ৩১ বছর। এখানে সমস্যা হচ্ছে, ইংলিশ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ক্যারিয়ার খুব একটা লম্বা হয় না। যদি আরও ৫-৬ বছরও খেলা চালিয়ে যান রুট, তিনি এই রেকর্ড ভাঙতে সক্ষম।’
২৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ২০০ টেস্ট খেলেছেন শচীন। তাতে ৫৩ গড়ে করেছেন ১৫,৯২১ রান। টেস্টে ১৫০ বছরের ইতিহাসে এটা সর্বোচ্চ রানের রেকর্ড। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় অবস্থানে রিকি পন্টিং। সাবেক অজি অধিনায়কের রান ১৬৮ ম্যাচে ১৩,৩৭৮।
গত কয়েকবছর ধরেই টেস্টে দুর্দান্ত সময় পার করছেন রুট। দলের বিপর্যয়ের মধ্যেও গতবছর একবছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। এ বছরও আছেন দারুণ ফর্মে। দুর্দান্ত সেঞ্চুরিতে দুদিন আগে রেকর্ড রান তাড়া করে দলকে জিতিয়েছেন।
১২১ টেস্টে রুটের রান ১০,৪৫৮। ৫০ গড়ে এ ফরম্যাটে তার সেঞ্চুরি আছে ২৮টি। শচীনকে অতিক্রম করতে ডানহাতি ব্যাটারের লাগবে এখনও ৫,৪৬৩ রান।







