রোহিত শর্মার অধিনায়কত্বে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ে ভারতজুড়ে আনন্দবন্যা বইছে। দূরে নেই সাধারণ থেকে সেলেব্রিটিদের কেউই। বিশ্বকাপ জয়ের পর টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা। তাদের প্রশংসায় ভাসিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
রোহিতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন লিখেছেন, ‘রোহিত শর্মা, আমি আপনার বিবর্তন দেখেছি উদীয়মান একজন খেলোয়াড় থেকে বিশ্বকাপজয়ী অধিনায়ক পর্যন্ত। আপনার প্রতিদ্বন্দ্বী মানসিকতা এবং বিশেষ প্রতিভা পুরো জাতিকে গর্বিত করেছে। ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের শিরোপা অর্জন আপনার কর্মজীবনের নিখুঁত পরিসমাপ্তি। সাবাস, রোহিত।’
অবসর ঘোষণা করা বিরাট কোহলিকে নিয়েও লিখেছেন মাস্টার ব্লাস্টার। লিখেছেন, ‘বিরাট কোহলি, এই খেলার আপনি একজন প্রকৃত চ্যাম্পিয়ন। এই আসরের প্রথমদিকে হয়তো আপনার কিছুটা বাজে সময় অতিবাহিত হয়েছে, কিন্তু গত রাতে আপনি যা দেখিয়েছেন সেটা প্রমাণ করে ভদ্রলোকের খেলায় আপনি অন্যতম মহান একজন।’
‘ছয়টি আসরে প্রতিযোগিতা করা এবং শেষের আসরে শিরোপা জয়ের অভিজ্ঞতা আমার আছে। আশা করছি ক্রিকেটের দীর্ঘ সংস্করণে আপনার এ জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’









