আহমেদাবাদে ফাইনালের আগে কিংবদন্তি শচীন টেন্ডুলকার থেকে বিশেষ উপহার পেয়েছেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার ক্যারিয়ারের শেষ ম্যাচের জার্সি উপহার দিয়েছেন সেমিতে ৫০তম ওয়ানডে শতকের দেখা পাওয়া কোহলিকে। ভারতীয় ক্রিকেট বোর্ড জার্সিটি কোহলিকে পৌঁছে দিয়েছে।
বিসিসিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সি দেয়ার ছবি পোস্ট করেছে। সঙ্গে লিখেছে, ‘বিশেষ উপলক্ষের আগে বিশেষ মুহূর্ত। শচীন টেন্ডুলকার ২০১১ এবং বিরাট কোহলি ২০২৩।’
‘কিংবদন্তি শচীন টেন্ডুলকার ওয়ানডেতে গায়ে দিয়ে খেলা তার শেষ জার্সিটি অটোগ্রাফসহ বিরাট কোহলিকে উপহার দিয়েছেন।’
শচীন ক্যারিয়ারের শেষ ওয়ানডেটি খেলেছিলেন ২০১২ সালে, পাকিস্তানের বিপক্ষে। এরপর ওয়ানডে থেকে অবসরে যান। শচীন এবারের আসরের ফাইনালের আগে সেটি কোহলিকে দিলেন।
আসরে দুর্দান্ত খেলেছেন বিরাট কোহলি। তিন সেঞ্চুরি ও ছয় ফিফটিতে আসর সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন। শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে ৫০টি সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি।








