নাশকতাকারীরা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ আশঙ্কার কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, শান্তিপু্র্ণ পথে নয়, চোরাগোপ্তা পথে তাণ্ডবলীলা চালিয়ে ক্ষমতা দখল করতে চায় বিএনপি জামাত। তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না। তাদের পথ শান্তিপূর্ণ নয়, তাদের পথ দেশকে অস্থিতিশীল করে রক্তস্রোতের ওপর দাড়িয়ে ক্ষমতা দখল। এটাই তাদের মূল লক্ষ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্জনের স্থাপনাগুলোকে পূর্বপরিকল্পনার নীলনকশা অনুয়ায়ী তান্ডপলীলা চালিয়েছে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা। বিএনপির পলাতক দন্ডিত নেতা তারেক রহমান সারা দেশ থেকে নাশকতার আসামিদের ঢাকায় জড়ো করেছে সহিংসতা চালাতে। আজকে মির্জা ফখরুল ইসলাম এত মিথ্যা কথা বলতে পারে! বিএনপি নাকি অগ্নিসন্ত্রাসে জড়িত নয়। মিথ্যাচারের জন্য ফখরুল ইসলাম নোবেল পুরস্কার পেতে পারেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর মো: আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী সহ ঢাকা ১১, ১৪, ১৫, ১৬ আসনের দলীয় সংসদ সদস্য, এসব এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্যবিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কষ্টে থাকা মানুষের জন্য এ কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আজকে যে পরিস্থিতি সময় আরো খারাপ হতে পারে। শত্রুরা আড়ালে আবডালে আরো প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। বিএনপি জামাতের টার্গেট শেখ হাসিনার সরকারের পতন। আজকে সাহসী নেতার দরকার। সাহস করে এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হোন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।









