মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জাতীয় দলের সদস্যরা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সদ্যই একুশে পদকজয়ী জাতীয় দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
টানা দুই আসরের সাফজয়ী ও একুশে পদকজয়ী অধিনায়ক সাবিনা খাতুন লিখেছেন, ‘মাতৃভাষার জন্য ভালোবাসা, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা!’
দলের ডিফেন্ডার ও একুশে পদক পাওয়া মাসুরা পারভীন লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার জন্য ভালোবাসা। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা!’
একুশে পদকজয়ী মিডফিল্ডার মারিয়া মান্দা লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সকল ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।’
জাপানি বংশোদ্ভূত একুশে পদকজয়ী ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও সকল ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।’
একুশে পদকজয়ী উইঙ্গার মনিকা চাকমা লিখেছেন, ‘অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’









