সিলেট থেকে: চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন সাব্বির রহমান। বৃহস্পতিবার সিলেটে চিটাগং কিংসের বিপক্ষে ৩ চার ও ৯ ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৮২ রান করেছেন। তবে হেরেছে তার দল। ঢাকাপর্বে ঢাকা ক্যাপিটালসের তিনটি ম্যাচে খেলা হয়নি সাব্বিরের। দলটির কোচ খালেদ মাহমুদ সুজন জানান, শৃঙ্খলাভঙ্গের কারণে মূলত তাকে খেলানো হয়নি। সাব্বির ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, কোচকে তার সমস্যা বোঝাতে ব্যর্থ হয়েছেন।
চিটাগং কিংসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে শৃঙ্খলা বিষয়ক প্রশ্নের মুখোমুখি হন সাব্বির। বিষয়টি খোলাসাও করেন। জানান, কিছু লোক তাকে ভালো হতে দিচ্ছে না।
মারকুটে ব্যাটার বলেছেন, ‘ছোট থেকেই তো সবকিছু সামলাচ্ছি। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল। উনি হয়তবা বুঝতে পারেননি। ভেতরের কথাগুলা প্রেসে না বলাই ভালো। যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। চেষ্টা করি ঠিক করার জন্য। আশেপাশে কিছু লোক হয়ত ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটা নিয়ে আসলে অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা, সেটাই করছি এখন।’
সিলেটপর্বে একাদশে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণও করেছেন সাব্বির। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে অভিজ্ঞ ব্যাটার বললেন, ‘খেলছি এখনো, সবাই তো স্বপ্ন দেখে। আমি তো এখনো ইয়াং বা সিনিয়র, বলতে পারেন মিক্সাপে আছি। ফিটনেস তো পড়ে যায়নি। ২-১টা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তবা কামব্যাক করব।’
নিজ চেষ্টাতেই অনুশীলন করে যাচ্ছেন সাব্বির। বলেছেন, ‘আমি আমার মতো অনুশীলন করি, মিরপুরে হয়ত করি না, সেজন্য দেখেন না। রাজশাহীতে নিজের খরচে করি। আমার প্রসেসটা ঠিক রাখতে হবে। রেগুলার অনুশীলন করি। চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালোমতো খেলার জন্য।’
চিটাগংয়ের বিপক্ষে খেলা ঝড়ো ইনিংসটি সাব্বিরের আত্মবিশ্বাসে বাড়তি মাত্রা যোগ করেছে। বললেন, ‘এমন ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে পরের ম্যাচের জন্য। যদিও দল জিততে পারেনি বলে এই ইনিংসটা কাজে লাগলো না। যদি ২০ রান করতাম, দল জিতত, তাতেও লাভ ছিল। ব্যক্তিগতভাবে বললে আমার কাছে খুব ভালো লাগছে এবং আত্মবিশ্বাসী অনুভব করছি এখন।’









