শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে আমান্ডা আনিসিমোভার বিপক্ষে ইউএস ওপেনের ফানাইলে নেমেছিল আরিয়ানা সাবালেস্কা। আনিসিমোভার ঘরের মাঠে তাই চাপটা ছিল বাড়তি। সব কিছু উপেক্ষা করে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি নিশ্চিত করেছেন বেলারুশের ২৭ বর্ষী তারকা। তাতে টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যামের দেখা পেলেন এই তারকা।
যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবার রাতে টানা ৯৪ মিনিট সাবালেস্কা লড়াই করেন যুক্তরাষ্ট্রের তারকা আমান্ডার সঙ্গে। র্যাঙ্কিংয়ে এক নাম্বারে থাকা সাবালেস্কার সঙ্গে লড়াই করলেও শেষপর্যন্ত জয় পাননি ২৪ বর্ষী উইম্বল্ডন ফাইনালিস্ট। বেলারুশিয়ান টেনিস খেলোয়াড়ের কাছে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হেরে গেছেন তিনি।
উইম্বল্ডনে সেমিফাইনালে আনিসিমোভার কাছে হেরেই বিদায় নিয়েছিলেন সাবালেস্কা, সেই শোধ তুলে নিলেন এবার। অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে কোকো গ্রাফের কাছে হেরে কোর্টে র্যাকেট ছুড়ে ভেঙ্গে ফেলেন এবং কোচের সঙ্গেও মেজাজ হারিয়েছিলেন সাবালেস্কা।
হতাশা কাটিয়ে এবার শিরোপা জিতেছেন সাবালেস্কা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার কোচ অ্যান্টন দুবরভকে নিয়ে সাবালেস্কা বলেছেন, ‘এটা কঠিন ছিল। অন্য ফাইনালগুলোর মতোই। এর আগে আমি তোমার প্রতি সত্যিই খারাপ আচরণ করেছিলাম। কিন্তু আমাদের এক সাথেই চলতে হবে। এটা (ইউএস ওপেন) মূল্যবান ছিল। তাই না? অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকে ভালোবাসি, তুমি আমার পরিবার।’
আনিসিমোভার জন্য গ্র্যান্ড স্ল্যামে টানা দুটি কঠিন ফাইনাল হারের সময়ে বেলারুশিয়ান গ্র্যান্ড স্ল্যাম জয়ী তার এক নম্বর র্যাঙ্কিং ধরে রেখেছে। কিন্তু আনিসিমোভা টুর্নামেন্টের শেষে উইমেন টেনিস অ্যাসোসিয়েশনে র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছেন, বর্তমানে তিনি চতুর্থ অবস্থানে আছেন।









