মেয়েদের টেনিসে বিশ্বর্যাঙ্কিংয়ে একে থাকা বেলারুশ তারকা আরিয়ানা সাবালেঙ্কা ২০২৫ সালে জিতেছেন ৫০ ম্যাচ। সিনসিনাটি ওপেনে সবশেষ স্পেনের জেসিকা মানেরিওর বিপক্ষে ৬-১ (৭-৫) সেটে জিতে শেষ আটে জায়গা করে নিয়েছেন সাবালেঙ্কা। এবছর তার কাছাকাছি আছেন ৪২ ম্যাচজয়ী পোলিশ তারকা ইগা সুয়েটেক।
এবছরের উইম্বলডনজয়ী সুয়েটেকও সিনসিনাটি ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন। শেষ রাউন্ডে তিনি ৬-৪, ৬-৩ সেটে হারান ইতালিয়ান সোরানা ক্রিস্টিয়াকে।
সাবালেঙ্কা বলেছেন, ‘বেশকিছু ভুল করেছি, মানেরিও ভালো খেলছিল। আমি খুশি সরাসরি সেটে ম্যাচ জিতে। ময়দানে আমি চাইনি তিন ঘণ্টার মতো থাকতে।’
২৭ বর্ষী সাবালেঙ্কা টেনিস এককের বিশ্বর্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে আসেন ২০২৩ সালে। ২০২৪ সালে নেমে যান হয় দ্বিতীয় স্থানে। তাকে টপকে শীর্ষে এসেছিলেন সুয়েটেক, যিনি ছয় গ্র্যান্ড স্লামের মালিক।
সাবালেঙ্কা ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। ইউএস ওপেন জেতেন ২০২৪ সালে। তিন গ্র্যান্ড স্লামের মালিক তিনি।









