অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে প্রথম সেমিফাইনালে স্প্যানিশ তারকা পাউলা বাদোসাকে হারিয়ে ফাইনালে উঠেছেন আরিয়ানা সাবালেঙ্কা। বেলারুশ তারকার সামনে দাঁড়াতেই পারেননি ২৭ বর্ষী বাদোসা, হেরেছেন সরাসরি ৬-৪, ৬-২ সেটে।
আসরের দ্বিতীয় সেমিফাইনালে লড়বেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ম্যাডিসন কিয়েস এবং পোল্যান্ডের ইগা সুয়াটেক। জয়ীর বিপক্ষে শনিবার ২৫ জানুয়ারি রড লেভার অ্যারেনায় ফাইনাল খেলবেন ২৬ বর্ষী সাবালেঙ্কা।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শুরুটা দারুণ করেছিলেন বাদোসা। তবে দ্বৈতের সাবেক নাম্বার ওয়ানের কাছে টিকতে পারেননি স্প্যানিশ তারকা। প্রথম সেটে ৬-৪ হারের পর দ্বিতীয় সেটে ৬-২এ হেরে যান। সাবালেঙ্কা মূলত প্রথম সার্ভিস ও ব্রেকপয়েন্টে ম্যাচ জিতে নেন।








