টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ( টিআইএফএফ) এর মতো বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবে এ বছর প্রিমিয়ার হয়েছে বাংলাদেশি ছবি ‘সাবা’। চলতি মাসেই সম্পন্ন হয়েছে এই টরন্টোর ৪৯তম আসর। যেখানে হয়েছে ‘সাবা’র তিনটি শো!
ছবির মাধ্যমে প্রথমবার সিনেমাতে পা রাখেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। টরন্টো উৎসবে তিনি নিজেও উপস্থিত ছিলেন। সেই আমেজ না ফুরাতেই আরো একটি আনন্দ সংবাদ পেলেন মেহজাবীন।
আসন্ন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে ‘সাবা’। উৎসবের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে মাকসুদ হোসেন পরিচালিত এই ছবিটি। এই বিভাগে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরনাসহ বিশ্বের আরো বেশ কিছু দেশের মোট ২৮ সিনেমা রয়েছে।
একইসঙ্গে ওয়েব সাইটে ‘সাবা’র এক ঝলকও রেখেছে বুসান কর্তৃপক্ষ। সোয়া এক মিনিটের একটি দৃশ্যে মা ও মেয়ের চরিত্রে দেখা গেছে রোকেয়া প্রাচী ও মেহজাবীন চৌধুরীকে।
ওয়েবসাইটে ‘সাবা’ সম্পর্কে লেখা হয়েছে, সম্পূর্ণ বিপরীত দুটি দৃষ্টিভঙ্গিতে মা-মেয়ের সম্পর্ক দেখানো হয়েছে সিনেমায়। বাবা নিখোঁজ হওয়ায়, সাবা (মেহজাবীন চৌধুরী) তার অসুস্থ মা শিরিনের (রোকেয়া প্রাচী) একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। নানা হতাশার বহিঃপ্রকাশ হিসেবে প্রায়ই শিরিন তার মেয়ের প্রতি তিক্ততা এবং রাগ দেখান। তাই তারা একসঙ্গে থেকেও নিজস্ব আলাদা জগতে বাস করেন।
রোকেয়া প্রাচী ও মেহজাবীন ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বুসান শহরে বসতে চলেছে দক্ষিণ এশিয়ার অন্যতম এই উৎসব। এবার বুসানের এটি ২৯তম আসর।
এরইমধ্যে ওয়েব সাইটে ‘সাবা’র অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। তথ্য মতে, ৪, ৬ ও ৯ অক্টোবর ভিন্ন ভিন্ন সময়ে থাকছে ‘সাবা’ প্রদর্শনী।










