বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানকে কোনো প্রমাণ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তারের খেসারত দিতে হলো ভারতীয় নারকোটিক্স বোর্ড এর প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়েকে। তাকে বদলি করা হলো মুম্বাই থেকে।
গত ১০ বছরে অসংখ্য ভারতীয় সেলিব্রিটিদের জেলের ঘানি টানিয়ে ছেড়েছেন সমীর। শুধু শাহরুখ পুত্র কেন, স্বয়ং শাহরুখ কেও ছেড়ে কথা বলেননি সমীর। তার চোখ এড়িয়ে পার পাননি বলিউডের রাঘব বোয়ালেরাও। শাহরুখ খান, রিয়া চক্রবর্তী, অনুরাগ কাশ্যপ, রণবীর কাপুর, আনুশকা শর্মার মতো তারকাদেরও কোনো না কোনোওসময় ওয়াংখেড়ের মুখোমুখি হতেই হয়েছে। তবে এবার তার সেই দাপট শেষ হতে চললো!
সম্প্রতি এনসিবির বিশেষ তদন্তে উঠে আসে, শাহরুখ পুত্রের মাদকের সাথে কোনো যোগ নেই। তাকে অন্যায় ভাবে প্রায় এক মাস জেলে থাকতে হয়েছে। এনসিবি তাই বেকসুর খালাস ঘোষণা করেছে আরিয়ান খানকে।
এর পরেই সমীর ওয়াংখেড়ের দিকে আঙুল ওঠে। তবে কি তিনি শাহরুখ পুত্রকে ইচ্ছে করেই হেনস্তা করে চলেছিলেন সমীর? খবরে এসেছিল, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
তার দিন কয়েকের মধ্যেই সেটা প্রমাণিত হল। নির্দোষ আরিয়ানকে হেনস্তার খেসারত হিসেবেই শাস্তি হিসেবে বদলির নোটিশ পেয়েছেন সমীর! প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে মুম্বাই থেকে বদলি করা হয়েছে সুদূর চেন্নাইতে! এদিন, ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা রাজস্ব বিভাগ এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস তার বদলির ঘোষণা করেছে।








