বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ না করা নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে তোলপাড়। এর মধ্যেই হয়েছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র। এ ড্র’তে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। গ্রুপের বাকি দলটির নাম পাকিস্তান।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসবে মালদ্বীপের মালেতে। সাত দলের এই আসরটি হবে দুই গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ ‘বি’তে খেলবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। গ্রুপে ‘এ’তে রয়েছে চার দেশ- স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আসর শুরু হবে ২৩ মার্চ। আসরের সমাপ্তি ঘটবে ৩ এপ্রিল। সাফের অনূর্ধ্ব-২০ আসরে ২০২৪ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। প্রতিবছর সাফের অনূর্ধ্ব-১৮/১৯/২০ আসরগুলো পর্যায়ক্রমে হয়ে থাকে। সাতটি আসরের মধ্যে বাংলাদেশ পাঁচটি আসরের ফাইনাল খেলেছে।









