অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর ব্র্যাড পিটের সঙ্গে একের পর এক নারীর নাম জড়িয়েছে। সেই তালিকার সর্বশেষ সংযোজন ইনেস ডি র্যামন। তিনি পেশায় অলংকার নকশাকার। তার সঙ্গে ব্র্যাড পিটের প্রেমের গুঞ্জন চলছে।
২০২২ সালে ব্র্যাড পিটের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায় র্যামনের। ব্র্যাড পিট ও র্যামনের সম্পর্ক এগিয়েছে অনেকটাই। দুজনের সম্পর্ক মজবুত হয়েছে। তারা দারুণ সময় কাটাচ্ছেন। একে অপরের সাহচার্য উপভোগ করছেন।
‘দ্য থিংস’-এর প্রতিবেদনে বলা হয়েছে পিট ও র্যামন তাদের সম্পর্কের গোপনীয়তা বজায় রাখছেন। দুজনেই প্রাক্তনের সঙ্গে আইনি লড়াই লড়ছেন বলেই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছেন না কেউই। তাদেরকে পাবলিক প্লেসেও দেখা যায় না বললেই চলে। ধারণা করা হচ্ছে দুজনের আইনি জটিলতা শেষ হলে সম্পর্ক প্রকাশ্যে আনবেন তারা।
‘ভ্যাম্পায়ার ডায়রি’ খ্যাত অভিনেতা পল ওয়েসলির সঙ্গে ২০১৯ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন র্যামন। তিন বছর পর ২০২২ সালের সেপ্টেম্বরে আলাদা থাকার ঘোষণা দেয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিচ্ছেদের আবেদন করেন র্যামন। ওয়েসলি-র্যামনের বিচ্ছেদের পেছনে ব্র্যাড পিটকে দায়ী মনে করেন অনেকেই।
২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর এমিলি রাতাজকোস্কি, নিকোল পোটুরালস্কিসহ অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসেন ব্র্যাড পিট।
সূত্র: কইমই







