নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে প্রতিপক্ষকে একপ্রকার উড়েই দিয়েছে লিটন দাসের দল। বিশেষ করে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন অধিনায়ক লিটন। বাংলাদেশ দল ও লিটনের থেকে অনেককিছু শেখার আছে, বলছেন ডাচদের কোচ রায়ান কুক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ গড়ে সফরকারী দলটি। জবাবে ২ উইকেট হারিয়ে ৩৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।
প্রতিপক্ষের ভুলগুলো লিটনের দল দারুণভাবে কাজে লাগিয়েছে, বলছেন ডাচদের কোচ। বলেছেন, ‘আমাদের বোলাররা যখনই ভুল করেছে, তখনই তারা সেটার সুযোগ নিয়েছে। দুই দিকেই তাদের শটের এক্সিকিউশন ছিল দুর্দান্ত। শুধু তাই নয়, মনে করি সিঙ্গেল নেয়ার ক্ষেত্রে তাদের শট মেকিংও খুব ভালো ছিল, যা থেকে আমরা অনেককিছু শিখতে পারি, বিশেষ করে লিটনের মতো একজনের থেকে, যে অসাধারণ একটি ইনিংস খেলেছে।’
নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘অবশ্যই আদর্শ শুরু হয়নি। মনে করি ম্যাক্স ও’ডাউড শুরুতে ভালো ব্যাট করেছে। তবে মাঝখানে আমরা কিছুটা গতি হারিয়ে ফেলি। হ্যাঁ, কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলার আর ব্যাটারদের- তিন বিভাগেই ওরা আমাদের পরাস্ত করেছে।’









