রাশিয়ার একটি শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান মনে করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী কয়েক দশকে বিশ্বের শক্তির সমীকরণ পাল্টে দেবে। যেমনটি একসময় পারমাণবিক প্রযুক্তি পরিবর্তন করেছিল। আর এই প্রতিযোগিতায় রাশিয়া নিজেকে বিশ্বের শীর্ষ সাত এআই শক্তিধর দেশের মধ্যে দেখছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রধান ঋণদাতা থেকে এআই-কেন্দ্রিক প্রযুক্তি জায়ান্টে রূপান্তরিত হওয়া ব্যাংক সবারব্যাংক-এর প্রথম ডেপুটি সিইও আলেকজান্ডার বেদেখিন বলেন, এআই একটি পারমাণবিক প্রকল্পের মতো। এখন বিশ্বে এক ধরনের নতুন ‘পারমাণবিক ক্লাব’ তৈরি হচ্ছে, যেখানে দেশের নিজস্ব জাতীয় বৃহৎ ভাষা মডেল ( এলএলএম) থাকবে, অথবা থাকবে না।
বেদেখিন স্পষ্ট জানিয়েছেন, রাশিয়া সংবেদনশীল তথ্য কখনোই বিদেশি এআই মডেলে ব্যবহার করবে না। তিনি বলেন, কোন বিদেশি মডেলে গোপনীয় তথ্য আপলোড করা অসম্ভব। এটি নিষিদ্ধ। করলে অপ্রীতিকর পরিণতি হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্প্রতি বলেছেন, দেশীয়ভাবে তৈরি এআই মডেল রাশিয়ার প্রযুক্তিগত সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বেদেখিন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও চীন ইতোমধ্যেই রাশিয়ার তুলনায় ৬ থেকে ৯ মাস এগিয়ে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার পিছিয়ে পড়ার ঝুঁকি আরও বেড়েছে। তার ভাষায়—দৌড় প্রতিদিনই গুরুত্বপূর্ণ। যারা এখনো শুরুই করেনি, তারা প্রতিদিন নেতাদের থেকে আরও পিছিয়ে পড়ছে।
সবার ব্যাংকের এআই মডেল চ্যাটজিপিটির সমতুল্য দাবি করে বেদেখিন জানিয়েছেন, গিগাচ্যাট ২ ম্যাক্স- চ্যাটজিপিটি ৪.০-এর সমতুল্য এবং গিগাচ্যাট আল্ট্রা প্রিভিউ -চ্যাটজিপিটি ৫.০-এর কাছাকাছি কর্মক্ষম। রাশিয়া পরবর্তী প্রজন্মের মডেলের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কিছু মডেল ওপেন-সোর্স করার পরিকল্পনা করছে।
বেদেখিন আরও জানান, দেশের বিদ্যুৎ খাতে পরবর্তী ১৬ বছরে ৪০ ট্রিলিয়ন রুবল (৫০০ বিলিয়ন ডলার) বিনিয়োগ প্রয়োজন। গ্রিড উন্নয়নে প্রয়োজন আরও ৫ ট্রিলিয়ন রুবল।
তিনি বলেছেন, ভবিষ্যতে জিপিটি -ভিত্তিক নয় এমন নতুন এআই আর্কিটেকচারই পরবর্তী প্রযুক্তিগত অগ্রগতি আনবে ঠিক যেমন ২০২৪ সালে চীনের ডিপসিক করেছে।
বেদেখিন সতর্ক করে বলেন, এআই অবকাঠামোয় অতিরিক্ত বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ প্রযুক্তির দ্রুত পরিবর্তন অনেক বিনিয়োগকে অচল করে দিতে পারে। তার দাবি—রাশিয়া এআই বুদবুদের ঝুঁকি থেকে মুক্ত, কারণ এখানে বিনিয়োগ অতিরিক্ত নয়।









