রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগস্টের শেষের দিকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে আফ্রিকা যাচ্ছেন না।
সিএনএন জানায়, দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে ক্রেমলিন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয় বলেছে, পুতিন ব্রিকস সম্মেলনে যোগ দেবেন না। তার পরিবর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সেখানে যোগ দিবেন। তবে ব্রাজিল, ভারত এবং চীনের নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা আইসিসি’র সদস্য দেশ। ফলে সে দেশে পা রাখলেই গ্রেপ্তার করতে হবে পুতিনকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টকে জোহানেসবার্গে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। এর পরেই রাশিয়া জানিয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না পুতিন।
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকা আইসিসি’র চুক্তিভঙ্গ করবে। পুতিনকে তারা গ্রেপ্তার করবে না। কিন্তু সম্প্রতি দেশটির বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে সরব হয়। তারা দাবি জানায়, পুতিন দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করতেই হবে।








