ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওডেসা অঞ্চলে বন্দর অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এ হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (২০ ডিসেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদেনে বলা হয়, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, শুক্রবার সন্ধ্যায় রুশ বাহিনী বন্দর এলাকার একটি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার ফলে বন্দরসংলগ্ন পার্কিং লটে থাকা একাধিক ট্রাকে আগুন ধরে যায়।
কুলেবা বলেন, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা সাতজন।
তিনি আরও জানান, হামলার সময় বিমান হামলার সতর্কতা জারি থাকায় জরুরি ও পরিচালনামূলক পরিষেবার কাজ ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় বর্তমানে ইউক্রেনের ১২টি অঞ্চল থেকে উদ্ধারকারী দল ওডেসা অঞ্চলে মোতায়েন রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওডেসা অঞ্চল ধারাবাহিক বিমান হামলার মুখে পড়েছে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা।
এ ঘটনায় রাশিয়ান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলমান সংঘাতের কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানানো হয়েছে।








