ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনসহ উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ১০ রুশ সেনার মরদেহ উদ্ধার করেছে রাশিয়া।
মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ওয়াগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের ঠিক দুই মাস পরে গত বুধবার এক উড়োজাহাজ বিধ্বস্তে ঘটনায় মারা গেছেন প্রিগোজিন।
শুক্রবার (২৫ আগস্ট) রাশিয়ার তদন্ত কমিটি সোশ্যাল মিডিয়ায় বলেছে, উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক তদন্তের কাজ চলাকালীন, দুর্ঘটনার স্থানে ১০ জনের মৃতদেহ পাওয়া গেছে।
দুর্ঘটনার পর থেকে প্রিগোজিনের সাথে কাজ করেছে এমন ঘনিষ্ঠ সদস্যের প্রাণ যাওয়ার হুমকিও দেয়া হয়েছে বলে জানা গেছে।
ক্রেমলিন এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ঘটনাটিকে দুঃখজনক, কিন্তু আমাদের এই বিষয়ের সাথে কোন সম্পর্ক নেই।
রাশিয়ান কর্মকর্তারা বলেছেন, তারা উড়োজাহাজ ট্রাফিক নিয়ম লঙ্ঘনের তদন্ত শুরু করেছে।







