ইউক্রেনজুড়ে নতুন করে চালানো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৭৩ জন। তাদের মধ্যে ১৪ শিশুও রয়েছে।
শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ এবং ওডেসাসহ কয়েকটি শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ১৮ জন নিহত হয়েছে। বেশ কয়েকটি শহরের বিদ্যুতকেন্দ্রেও হামলা চালিয়েছে রাশিয়া। ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুত সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
অন্যদিকে ইউক্রেনে অ্যাটাক ট্যাংকসহ সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়া হামলা আরও বাড়ানোর হুমকি দিয়ে আসছে।








