জাতিসংঘ মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট ইউক্রেনে রাশিয়ার ‘কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ’ বিষয়ে মঙ্গলবার নিন্দা জানিয়েছেন।
তিনি এ আগ্রাসনের কারণে বেসামরিক নাগরিকদের ‘অসহনীয়’ ভোগান্তির অবসানের দাবি জানিয়েছেন। খবর এএফপি’র।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের সামনে তুলে ধরা তার সর্বশেষ প্রতিবেদনে মিশেল যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় দ্রুত এ লড়াই বন্ধের আহ্বান জানান।
মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার বলেন, ‘ইউক্রেন যুদ্ধ পাঁচ মাস ধরে চলায়, এ সংঘাতের অসহনীয় ভোগান্তি বেড়েই চলেছে।’
‘প্রতিদিন মানুষ নিহত হওয়ায়, ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়, লোকজন নির্বিচারে আটক হওয়ায় এবং ব্যাপকহারে গৃহহীন হয়ে পড়ায় বেসামরিক নাগরিকদের যুদ্ধের আঘাত বহন করতে হচ্ছে- যা অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এসব ভোগান্তি অবশ্যই বন্ধ করতে হবে।’
তিনি রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন। এতে তিনি গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত চালানো আগ্রাসনের বর্ণনা দেন।
মিশেল বলেন, ৩ জুলাই পর্যন্ত ইউক্রেনে ১০ সহস্রাধিক বেসামরিক লোক হতাহত হয়েছে। দেশটিতে এই যুদ্ধে নিহত ৪ হাজার ৮৮৯ জনের মধ্যে ৩৩৫ জন শিশু।







