‘যুদ্ধাপরাধের’ দায়ে দুই রুশ সেনাসদস্যকে সাড়ে ১১ বছর কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের কোতেলেভস্কার একটি আদালত।
তাদের সাজার রায় ঘোষণার সময় আদালতের বিচারক ইভেন বলিবক বলেন, ‘আসামিদের অপরাধ ইতোমধ্যে প্রমাণিত হওয়া এই দণ্ড দেওয়া হলো।’
আদালতে তোলার পর অভিযোগ স্বীকার করে দু’জনই বলেছেন, তার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করেছেন মাত্র।
তাদের আইনজীবীরাও এই যুক্তিই দেখিয়েছিলেন। তারা বলেছিলেন, যেহেতু আসামিরা সচেতনভাবে নয়, বরং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালনে গোলাবর্ষণ করেছেন, তাই তাদের আজীবন কারাবাসের সাজা দেওয়া হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।
ইউক্রেনের রাষ্ট্রপক্ষের দাবি ছিল, এই দুই সেনা সদস্যকে আজীবন কারাবাসে নিক্ষেপ করা হোক।
সপ্তাহ দুয়েক আগে ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভ সীমান্ত পেরিয়ে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে যাওয়ার পথে গ্রেফতার হন বোবিকিন ও ইভানভ।








