রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার এই বৈঠক শুরু হয়, যা শনিবারও চলবে বলে জানা গেছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের অবসানে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে রয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন চিফ অব জেনারেল স্টাফ ইগর কস্তিউকভ ও বিনিয়োগবিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের প্রতিনিধিদলে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। গত নভেম্বরে তিনি একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব দেন। তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখে ওই প্রস্তাবে কিছু সংশোধন আনা হয়। সংশোধিত প্রস্তাবের ভিত্তিতেই আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম দিনের আলোচনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকটি রুদ্ধদ্বার অনুষ্ঠিত হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের বলেন, বৈঠকে অংশ নেওয়া ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তারা পরিস্থিতি সামলাতে প্রস্তুত।
এর আগে জেলেনস্কি এই বৈঠককে যুদ্ধ বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং জানান, মূল আলোচনায় দনবাস অঞ্চল গুরুত্ব পাবে। যদিও ট্রাম্পের শান্তি প্রস্তাবে দনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে দেওয়ার কথা থাকায় কিয়েভ এর বিরোধিতা করে আসছে। এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে।








