মহাকাশ অভিযানে গিয়ে আটকে পড়া তিন মহাকাশচারীকে ফিরিয়ে আনার জন্য উদ্ধার অভিযানে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া।
আটকে পড়া তিন মহাকাশচারী হলেন, রাশিয়ান মহাকাশচারী দিমিত্রি পেটলিন ও সের্গেই প্রোকোপিয়েভ এবং নাসার মার্কিন মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও।
কাজাখস্তানের রাশিয়া পরিচালিত বাইকোনুর কসমোড্রোম থেকে নভোচারীবিহীন মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। আশা করা হচ্ছে সোয়ুজ এমএস-২৩ মহাকাশযানটি এ বছরের শেষের দিকে নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনবে।
আটকে পড়া তিন নভোচারীরা মহাকাশযানে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিল।
২০২৩ সালের মার্চ পর্যন্ত থাকার কথা থাকলেও গত বছরের ডিসেম্বরে এমএস-২২ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি একটি ছোট উল্কাপিণ্ডর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা আর পৃথিবীতে ফিরে আসতে পারেনি।







