কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ৪২টি ড্রোন আটকে দিয়ে হামলা চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ২৫ আগস্ট শুক্রবার রাতের আঁধারে ড্রোন হামলা চালাতে এসেছিল ইউক্রেন এবং বেশিরভাগ ড্রোনকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আটকে দেওয়া হয়।
এছাড়াও কিছু ড্রোনকে সরাসরি ধ্বংসও করে দেওয়ার দাবি করেছে তারা। অবশ্য এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার ক্রিমিয়ায় রাশিয়ার এস-৪০০ অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম ধ্বংস করে দেওয়ার দাবি করে ইউক্রেন। ওইদিন ইউক্রেনীয় সময় সকাল ১০টার দিকে ক্রিমিয়ায় একটি বড়সড় বিস্ফোরণ হয়।
তবে রাশিয়ার একজন সেনা ব্লগার জানিয়েছে, এস-৪০০ অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম নয় এস-৩০০ মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে। পরে অবশ্য রাশিয়া দাবি করেছে, ইউক্রেন রাশিয়ার ভেতরে ঢুকে আক্রমণ চালিয়েছে।







