ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ইস্যুতে ইউক্রেনের সাথে শান্তি আলোচনার সম্ভাবনাকে রাশিয়া একেবারেই প্রত্যাখ্যান করছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসি জানিয়েছে, গতকাল (২৯ জুলাই) শনিবার ইউক্রেনের সাথে শান্তি আলোচনার সম্ভাবনাকে রাশিয়া একেবারেই উড়িয়ে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। যদিও এর আগে কয়েকবার রাশিয়াকে শান্তি আলোচনায় আসার আহ্বান জানানো হয়েছিল।
সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা সামিটে আফ্রিকান নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে তারা ইউক্রেনের সাথে শান্তি আলোচনার সম্ভাবনার বিষয়টি গুরুত্ব দেন। পরে এই প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন মন্তব্য করেন।
পুতিন বলেন, আফ্রিকান ও চীনা নেতাদের উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তবে তিনি আরও বলেন, ইউক্রেনের সেনাবাহিনী যখন আক্রমণ চালিয়ে যাচ্ছে তখন যুদ্ধবিরতিতে আসাটা কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, আপাতত ইউক্রেনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার কোনও পরিকল্পনা নেই তাদের।
তবে ইউক্রেন ও রাশিয়া দুই দেশই এর আগে বলেছে, কিছু পূর্বশর্ত ছাড়া আলোচনার টেবিলে আসবে না তারা।







