সোমবার রাশিয়ান কর্তৃপক্ষ হলিউড তারকা জর্জ ক্লুনির অলাভজনক ফাউন্ডেশনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে। কালো তালিকাভুক্ত থাকায় এই ফাউন্ডেশনটি রাশিয়ায় কাজ করতে পারবে না।
সোমবার রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিসের কার্যক্রম আমাদের দেশের ভূখণ্ডে অবাঞ্ছিত।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সংস্থাটি রাশিয়াকে অসম্মান করার লক্ষ্যে কাজ করে। তারা মিথ্যা দেশপ্রেমিক এবং নিষিদ্ধ সন্ত্রাসী ও চরমপন্থি গোষ্ঠীর সদস্যদের সক্রিয়ভাবে সমর্থন করে।’
২০১৬ সালে আমেরিকান অভিনেতা জর্জ ক্লুনি এবং তার স্ত্রী মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি মিলে ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস গঠন করেছিলেন। ফাউন্ডেশনটির প্রতি রাশিয়ার অভিযোগ, ‘তারা সক্রিয়ভাবে ইউক্রেনে যুদ্ধাপরাধের তদন্ত করছে।’
জুলাই মাসে, ক্লুনি ফাউন্ডেশন অন্যান্য বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সাথে জাতিসংঘের মানবাধিকার কমিটির কাছে একটি মামলা দায়ের করে। মামলায় রাশিয়াকে অভিযুক্ত করে বলা হয় যে ২০২২ সালে ভিনিশিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইউক্রেনীয়দের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।
ক্লুনি ফাউন্ডেশনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করায় রাশিয়ায় এর কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং যেই রাশিয়ানরা এই সংস্থার সাথে কাজ করেন বা সহযোগিতা করেন, তাদেরকেও বিচারের আওতায় আনা হতে পারে।
সূত্র: দ্য মস্কো টাইমস









