পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি, লুটপাট ও নিম্নমানের মালামাল ক্রয়ের প্রতিবাদ এবং চাকরিতে বৈষম্য নিরসনের দাবিতে রাজধানীতে আরইবি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার ৮ আগস্ট বোর্ডের প্রতি অনাস্থা জানিয়ে সকালে রাজধানীর খিলক্ষেতে আরইবি প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীরা।
তারা অভিযোগ করেন, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আরইবি’র অদক্ষতা ও নিম্নমানের মালামাল ক্রয় এবং ভঙ্গুর বিতরণ ব্যবস্থা ও অবকাঠামোর কারণে ১২ কোটি গ্রাহক কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এসব নিয়ে প্রতিবাদ করলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
তবে আরইবি কর্তৃপক্ষ বলছে, বিশৃংখলা সৃষ্টি করে আরইবিকে ব্যর্থ প্রমাণে ষড়যন্ত্র করছে একটি মহল।









