কলকাতায় দুটি অনুষ্ঠানে গাইতে আসার আকে কেকে-র সমালোচনা করে ভিডিও পোস্ট করেছিলেন সংগীতশিল্পী রূপঙ্কর বাগচি। সেই ভিডিও নিয়ে মঙ্গলবার সারাদিন তুমুল সমালোচনা চলে নেটদুনিয়ায়। রূপঙ্করের মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই কেকে-র মৃত্যু যেন সেই বির্তকের আগুনে আরও ঘি ঢেলে দেয়!
তবে নেটদুনিয়ায় এমন কড়া সমালোচনার পাশাপাশি বুধবার শোনা গেল, রূপঙ্কর নাকি খুনের হুমকিও পেয়েছেন! যা নিয়ে রীতিমতো তটস্থ গায়ক ও তার স্ত্রী চৈতালি লাহিড়ি।
সোমবার ভিডিও পোস্ট করে রূপঙ্কর বলেছিলেন ‘কে কেকে?’। বলিউডের সংগীত শিল্পীকে নিয়ে এতো মাতামাতি করার কারণ কী, প্রশ্ন তুলেছিলেন রূপঙ্কর। কেকে’র মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের রোষের মুখে রূপঙ্কর। যার সূত্র ধরেই নাকি পেলেন খুনের হুমকি। এই অভিযোগ নিয়ে এবার পুলিশের শরণাপন্ন হলেন তিনি ও তার স্ত্রী চৈতালী লাহিড়ী।
হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই রূপঙ্কর বাগচীর বাড়িতে টালা থানা থেকে পুলিশ পৌঁছেছে। তারা বাড়ির চারপাশের পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি যে সমস্ত ফোন নম্বর থেকে থেকে হুমকি আসছে, সেইগুলোও সংগ্রহ করেন। কে বা কারা এই হুমকি দিচ্ছে করছে, তা শিগগির খুঁজে বের করবে পুলিশ।
খুনের হুমকি প্রসঙ্গে গণমাধ্যমে রূপঙ্কর পত্নী জানিয়েছেন,‘এক নয়, একাধিক খুনের হুমকি এসেছে। প্রশাসনকে জানিয়েছি সবটা। তারা বলেছেন, ব্যবস্থা নেবেন।’ তবে এই পরিস্থিতিতে ভেঙে পড়তে রাজি নন চৈতালী।
মঙ্গলবার গুরুদাস কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে পারফর্ম করেন কেকে, সেখানেই তাকে বেশ অসুস্থ লাগছিল। এরপর হোটেলে ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক।







