বাংলাদেশে প্রথমবার বসেছে কাবাডি বিশ্বকাপ। আসরের সেমিফাইনাল খেলে খেলাটি থেকে অবসর নিয়েছেন লাল-সবুজের অধিনায়ক রূপালি আক্তার সিনিয়র। তাকে মুকুট পরিয়ে রানীর মতো বিশ্বমঞ্চ থেকে বিদায় জানিয়েছে কাবাডি ফেডারেশন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার বাংলাদেশ-চাইনীজ তাইপে সেমিফাইনাল শুরুর আগে বিদায়ী মুকুট পরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক রূপালির মাথায়। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ হ্যাপি অবসর লেখা উত্তরীয় (শ্যাশে) পরিয়ে দিয়েছেন তাকে।
বাংলাদেশের বর্তমান দলে ২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপ খেলা একমাত্র সদস্য ছিলেন রূপালি। ২০০৯ সাল থেকে কাবাডি খেলছেন। শুরুটা সেবছরই এশিয়ান জুনিয়র কাবাডি দিয়ে। ২০১০-এ ঘরের মাঠে খেলেছেন সাউথ এশীয় গেমসে। পরের দুটি সাউথ এশীয় গেমসেও (২০১৬ ও ২০১৯) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জামালপুর থেকে উঠে আসা তারকা।
এশিয়ান গেমস খেলেছেন রূপালী ২০১০, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে। ঘরোয়া পর্যায়ে বাংলাদেশ আনসারের হয়ে সাফল্য পেয়েছেন অনেক। তার আন্তর্জাতিক পথচলা থেমে গেল এবারের বিশ্বকাপ দিয়ে। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ আসরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন তিনি।









