পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু এক ভিডিও বার্তায় বলেছেন, তার ‘পাষণ্ড’ নামে নতুন ছবিতে শাকিব খানকে নিচ্ছেন। ছবির গল্পের কাজ চলছে।
এই পরিচালক এও জানিয়েছেন, ছবিতে থাকবেন দুই নায়িকা। একজন চমক তারা। তাকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। অন্যজনকে নেয়া হবে শাকিবের পছন্দের ভিত্তিতে! শিগগির শাকিবকে চুক্তিবদ্ধ করানো হবে। তবে, এই খবরটি ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলছেন শাকিবের ম্যানেজার মনিরুজ্জামান।
গত তিনদিন ধরে পরিচালক বাবুর এমন ভিডিও বার্তা ফেসবুক ইউটিউবে ছড়িয়েছে। কয়েকটি অনলাইনে খবরও প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, চমক তারা নামে এক চলচ্চিত্র অভিনেত্রীকে ‘পাষণ্ড’ ছবিতে নেয়া হয়েছে। তিনিও শাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করবেন।
‘শাকিব খানের নায়িকা চমক তারা’ শিরোনামে সেই খবরগুলো নিজের ফেসবুকে শেয়ার করছেন চমক তারা। তবে এসব বিষয়ে অবগত নন শাকিব।
শাকিবের ম্যানেজার মনিরুজ্জামান জানান, শাকিব খান ‘পাষণ্ড’ নামে কোনো ছবি করবেন না। এ ছবির বিষয়ে তিনি কিছুই জানেনও না।
শাকিবকে জড়িয়ে খবরগুলো ফেসবুকে শেয়ার করার পর অনেকেই বিষয়টি মিথ্যে বলছেন! তাই অভিনেত্রী চমক তারা মন্তব্যে লিখছেন, ডিরেক্টর আমাকে বলেছেন তিনি শাকিব খানকে চুক্তিবদ্ধ করবেন। সাংবাদিক ভাইদের সম্মান জানিয়ে নিউজগুলো আমার ফেসবুক আইডিতে আপলোড দিচ্ছি।
তাহলে কি আলোচনা তৈরির জন্য শাকিবের নাম জড়ানো হচ্ছে? এমন প্রশ্নে মনিরুজ্জামান জানান, তাকে (শাকিব) নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো নতুন কিছু নয়। তবে তার দর্শকরা সচেতন। সবকিছুতে তারা বিশ্বাস করে না। শাকিব আগামীতে তার ঘোষণা দেয়া ছবিগুলোর শুটিং করবেন একে একে।








