ঈদে বড়পর্দার চাপে ওটিটির উন্মাদনা কি এবার কি কিছুটা চাপা পড়লো? এমন প্রশ্নের মধ্যেই হইচইতে স্ট্রিমিং হচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত ভিকি জাহেদের নতুন সিরিজ ‘রুমি’!
এদিকে চাঁদ রাত উপলক্ষ্যে এদিন রাত ৮টায় হইচইতে আসছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘মনোগামী’!
ওয়েব ফিল্ম ‘মনোগামী’তে প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সংগীতশিল্পী জেফার!
পোস্টার, টিজারের পর ট্রেলারও প্রশংসা পেয়েছে মনোগামীর। যার জন্য ইতিমধ্যে প্রশংসা পাচ্ছেন চঞ্চল চৌধুরী। তার চরিত্রটি দর্শক যে পছন্দ করবেন, তার আঁচ পাওয়া গেছে ট্রেলারে!
এদিকে হইচইতে স্ট্রিমিং হওয়া ‘রুমি’ নিয়েও সমানতালে হচ্ছে আলোচনা। এই সিরিজে চঞ্চলকে সিআইডি কর্মকর্তা রুমি চরিত্রে দেখা যাবে। চঞ্চল ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সজল নূর, রিকিতা নন্দিনী শিমু।







