বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য হাঁস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
আজ (২১ জানুয়ারি) বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান তাকে এই প্রতীক বরাদ্দ দেন।
তিনি জানান, হাঁস তার পছন্দের প্রতীক এবং বাড়িতেও হাঁস পালেন। তাই তিনি হাঁস প্রতীক বরাদ্দ চেয়েছিলেন, এবং এটি পাওয়ায় তিনি অত্যন্ত খুশি। এসময় তিনি তার কর্মী-সমর্থকদেরকে নির্বাচনের সময় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হলেও দলের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় বিএনপি তাকে বহিস্কার করে, ফলে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।









