সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনে জুলিয়ান আলভারেজের পেনাল্টি নিয়ে বিতর্ক কম হয়নি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি নেয়ার সময় বলে দুবার ছোঁয়া লেগেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের। রেফারি ভিএআর দেখে গোলটি বাতিল করেন। পরে ওঠে বিতর্ক। আর্জেন্টাইন তারকাকে ঘিরে সেই বিতর্কের পর নিয়মই পরিবর্তন করে ফেলল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।
আইএফএবি’র পক্ষে জানানো হয়েছে, পেনাল্টি নিতে গিয়ে অসাবধানতাবশত বলে যদি দুবার ছোঁয়া লাগে, সেটা থেকে গোল বাতিল হবে ঠিকই তবে আবারও সেই খেলোয়াড় সুযোগ পাবেন শট নেয়ার। ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন নিয়ম। তবে ফিফা জানিয়েছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা ক্লাব বিশ্বকাপে এটি প্রযোজ্য হবে।
আইএফএবির সেক্রেটারি লুকাস ব্রুড বিবৃতিতে বলেছেন, ‘পেনাল্টি নিতে গিয়ে ফুটবলার অনিচ্ছাকৃতভাবে শট নেয়ার পর যদি সঙ্গে সঙ্গেই অন্য পায়ে বল লাগান, তখন রেফারিরা গোল বাতিল করে দেন। নিয়মটা করা হয়েছিল ইচ্ছাকৃত দ্বিতীয় ছোঁয়ার জন্য। এমন অনিচ্ছাকৃত ছোঁয়ায় গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন, এধরনের ঘটনায় বল জালে গেলে তা পুনরায় শট নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’
গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাদ্রিদ ডার্বি গড়ায় টাইব্রেকারে। তখন আলভারেজ পেনাল্টি নিতে গিয়ে পা পিছলে বলে দুবার স্পর্শ করে বসেন। যাতে গোল রেফারি বাতিল করে দেন। শেষপর্যন্ত ৪-২ গোলে পেনাল্টি শুটআউট জিতে পরের রাউন্ডে ওঠে রিয়াল মাদ্রিদ।









