বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আজ (২৮ জুলাই) সোমবার দুপুর ১২টার দিকে মহানগরীর তেরোখাদিয়া এলাকায় বিএমডিএ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি অবিচার ও ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দিয়ে প্রকৌশল পদে নিয়োগ বন্ধের যে ধারা চলছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক। বৈষম্যের কোনো অবস্থান আমরা মানি না। প্রকৃত ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতে আমরা আন্দোলনে নেমেছি।
শিক্ষার্থীদের তিন দফা দাবি:
১) নবম গ্রেডে কোটাবিহীন নিয়োগ নিশ্চিত করা: শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের এই পদে নিয়োগ দিতে হবে।
২) ডিপ্লোমাধারীদের নিয়োগে বাধ্যতামূলক বিএসসি ডিগ্রি: ডিপ্লোমা শেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন না করলে নিয়োগ দেওয়া যাবে না।
৩) দশম গ্রেডে উন্মুক্ত প্রতিযোগিতা: এই গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
তারা অভিযোগ করেন, রহস্যজনক কারণে বিএনটিএ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রকৌশল পদগুলোতে নিয়োগ বন্ধ রেখেছে। পরিবর্তে ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়ে যাচ্ছে। এতে প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়াররা বছরের পর বছর তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অনেকে বিএসসি না পড়েও নিজেদের ইঞ্জিনিয়ার পরিচয় দেন, যা দুঃখজনক। এতে প্রকৃত ইঞ্জিনিয়ারদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।









