চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। চোটে পড়েছেন রক্ষণের অন্যতম ভরসা অ্যান্টোনিও রুডিগার। সিটির বিপক্ষে হিসাবে পড়তে হচ্ছে রিয়ালকে।
বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের মাধ্যমে রুডিগারকে পরীক্ষা-নিরীক্ষা করার পর আমরা জানতে পেরেছি, তিনি ডানপায়ের চোটে পড়েছেন।’ তবে চোট সারতে কতদিন লাগতে পারে সেবিষয়ে কিছু জানায়নি ক্লাবটি।
স্প্যানিশ গণমাধ্যমে খবর, জার্মান ডিফেন্ডারকে কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আগামী সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগেও খেলতে পারবেন না ৩১ বর্ষী রুডিগার।
দুই রাউন্ডের প্লে-অফের প্রথম লেগের খেলা হবে ১২ ফেব্রুয়ারি ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে। দ্বিতীয় লেগের খেলা হবে ২০ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে।









