২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক নিতে আসা খেলোয়াড়দের আলিঙ্গন দিচ্ছিলেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। সেখানে ফরোয়ার্ড জেনি হারমোসোকে চুমু দিয়ে পড়েন বিপাকে। তোলপাড় সৃষ্টি হয়। ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে রুবিয়ালেসকে।
চুমুকাণ্ডে জরিমানা হলেও চাপ প্রয়োগের মাধ্যমে ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। বাদীপক্ষের আইনজীবীরা রুবিয়ালেসের বিরুদ্ধে সম্মতিবিহীন চুমুর জন্য একবছর এবং চাপ প্রয়োগের জন্য দেড়বছরের কারাদাণ্ড চেয়েছিলেন। ঘটনার জেরে রুবিয়ালেসকে সভাপতির পদ থেকে সরিয়ে দেয় দেশটি।
ঘটনা প্রসঙ্গে বিচারক জোসে ম্যানুয়েল ফের্নান্দেজ প্রিতো বলেছেন, ‘রুবিয়ালেসকে অবশ্যই আর্থিক দণ্ড বেছে নিতে হবে, কারণ তা জেলে কাটানো সাজার থেকে ভালো।’
আদালতের রায়ের ভিত্তিতে আগামী একবছর হারমোসোর সঙ্গে যোগাযোগ বা তার ২০০ মিটার অঞ্চলের মধ্যে যেতে পারবেন না রুবিয়ালেস। ১০ হাজার ইউরো জরিমানা পরিশোধ করতে হবে ১৮ মাসের মধ্যে।
স্পেনের সমতা মন্ত্রী আনা রেডন্ডো বলেছেন, ‘যেখানে কোনো সম্মতি ছিল না সেখানে হয়রানির ঘটনা ঘটেছে এবং বিচারকের বাক্যে সেটিই প্রমাণ করে। আইনে যেভাবে বলা হয়েছে, ভুক্তভোগীর কথাকে সম্মান করতে হবে এবং তাকে প্রশ্ন করা উচিত নয়।’









