মেয়েদের বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে চুমু কাণ্ডের ঘটনায় বেশ কিছুদিন ধরেই চলছে তুমুল বিতর্ক। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের দাবি, সম্মতি নিয়েই জেনিফার হারমোসোকে চুমু দিয়েছিলেন। যে কারণে পদত্যাগ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এবার জানালেন, হারমোসোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো’র বিবৃতিতে হারমোসো রুবিয়ালেসের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। সেখানে বলেছেন, ‘তিনি আমার সম্মতি ছাড়াই চুমু খেয়েছিলেন। এবং কোনো অবস্থাতেই আমি তাকে উঠাতে চাইনি।’
শুক্রবার হারমোসোর এমন দাবি অস্বীকার করেছেন রুবিয়ালেস। বলেছেন, ‘সবকিছুই সম্মতিক্রমে হয়েছে। হারমোসো কী কারণে এমন মন্তব্য করেছে তার আমার মাথায় ঢুকছে না।’ পাশাপাশি পদত্যাগ করতেও অস্বীকার করেন তিনি। এমনকি আইনি লড়াই করার কথাও জানান তিনি। পরে অবশ্য আরেক দফায় হারমোসো ‘সম্মতি দেননি’ বলে জানান।
হারমোসোর বক্তব্য ঘিরে প্রশ্ন তুলেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাদের দাবি, রুবিয়ালেস মিথ্যা বলেননি, তা প্রমাণিত। সংস্থাটি জানিয়েছে, আরএফইএফ হারমোসো ও তার পক্ষ নিয়ে রুবিয়ালেসের উপর চেপে দেয়া প্রত্যেকটি মিথ্যা তুলে ধরবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে। এক্ষেত্রে ফুটপ্রো ইউনিয়নের বিবৃতিতে থাকা বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করা হবে।
ফেডারেশন বলেছে, তারা হারমোসোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু বরাবরেই ব্যর্থ হয়েছে।
এদিকে এই ঘটনার জেরে স্পেনের হয়ে স্পেনের বিশ্বকাপজয়ী স্কোয়াডের ২৩ জনের সঙ্গে আরও ৫৮ জন খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়েছেন। রুবিয়ালেস পদত্যাগ না করা পর্যন্ত তারা জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।







