শত শত বছর পুরনো একটি পেইন্টিং আগামী মাসে লন্ডনের সোথবিতে নিলামে উঠানো হবে। আশা করা হচ্ছে এর দাম হবে ৭.৭ মিলিয়ন ডলার বা ৮৩ কোটি টাকা।
এনডিটিভি জানিয়েছে, এটি পিটার পল রুবেনসের আঁকা পেইন্টিং। ১৬০০ দশকের দিকে এটি আঁকা হয়েছিল।
এর আগে, ২০০৮ সালে যখন পেইন্টিংটি ৪০ হাজার ডলার বা ৪৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। তখন এটিকে ভুল করে ফরাসি শিল্পী লরেন্ট দে লা হাইরের পেইন্টিং হিসেবে ভাবা হয়েছিল। কিন্তু পরে রুবেনসের হারিয়ে যাওয়া পেইন্টিং হিসাবে চিহ্নিত করা হয়েছে।
‘সেন্ট সেবাস্টিয়ান টেন্ডেড বাই অ্যাঞ্জেলস’ শিরোনামের এই পেইন্টিংটি রোমের গ্যালেরিয়া করসিনিতে প্রদর্শিত হয়। তখনই বিশেষজ্ঞরা এটিকে রুবেনসের হারিয়ে যাওয়া পেইন্টিং হিসেবে চিহ্নিত করে।
এক্স-রে বিশ্লেষণের সাহায্যে এটি শনাক্ত করা হয়েছে। চিত্রকর্মটিতে রোমান সৈনিক সেবাস্তিয়ানের কাহিনী চিত্রিত করা হয়েছে, সৈন্যদের তীর দ্বারা বিদ্ধ হয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর মৃত্যুবরণ করেন তিনি।








