গত অক্টোবরে নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এরই মধ্যে নতুন কমিটিতে রদবদল এনেছে বোর্ড। তিনটি কমিটিতে আনা হয়েছে পরিবর্তন।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়টি জানিয়েছে বিসিবি।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে বিসিবির পরিচালক হন রুবাবা দৌলা। বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর এবার নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রুবাবা। এতদিন নারী বিভাগের দায়িত্ব পালন করেছিলেন বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার খান আব্দুর রাজ্জাক। নারী উইংয়ের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।
এছাড়া আব্দুর রাজ্জাককে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান করা হয়েছে। এর আগে ওই দায়িত্ব পালন করছিলেন প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
নতুন দায়িত্ব পেয়েছেন খালেদ মাসুদও। তাকে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ড নির্বাচনের পর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ওই কমিটির চেয়ারম্যান ছিলেন।









