চলতি বছর বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছেন এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘ট্রিপল আর’। আর এবার ব্লকবাস্টার হিট এই ছবিটির সিকুয়েলের ঘোষণা দিলেন পরিচালক নিজেই।
সম্প্রতি শিকাগোতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পরিচালক রাজামৌলি জানিয়েছেন, বাবা বিজয়েন্দ্র প্রসাদের আপাতত ‘ট্রিপল আর’-এর সিক্যুয়েলের চিত্রনাট্যের উপর কাজ করছেন।
পরিচালক আরও যোগ করেন, বাবাই তার জন্য সব চিত্রনাট্য লিখছেন। এবারও তিনি ‘ট্রিপল আর ২’-এর উপর কাজ করছেন। ইতোমধ্যেই গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, শিগগির এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা যাচ্ছে।
ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা ‘আলুরি সীতারামা রাজু’ এবং ‘কমারাস ভীম’-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক গল্পে নির্মিত ‘আরআরআর’।
এস এস রাজামৌলির পরিচালিত সিনেমাটিতে রামচরণ ও জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিটিতে আরও দেখা গেছে অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকাকে।
বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপি আয় করার পাশাপাশি, অস্কার মনোনয়নের দৌড়েও এগিয়ে ছিল এই ব্লকবাস্টার সিনেমাটি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস







