২০ বর্ষী এক নারীকে ধর্ষণের দায়ে ইংল্যান্ড জাতীয় দল ও ইংলিশ প্রিমিয়ার লিগের একজন তারকা ফুটবলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
গ্রেপ্তার খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্কটল্যান্ড ইয়ার্ড গণমাধ্যমকে বলেছে, গত জুনে ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
সোমবার ইংল্যান্ড সময় দিবাগত রাত ৩টার দিকে ২৯ বর্ষী ওই ফুটবলারকে নর্থ লন্ডনের বার্নেট এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন।
ছয়টি গাড়িতে করে পুলিশের একটি দল অভিযুক্ত ফুটবলারের বাড়িতে অভিযান চালায়। আইনগত কারণেই তার নাম প্রকাশ করা হচ্ছে না। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, তিনি বেশ সুপরিচিত খেলোয়াড়। কাতার বিশ্বকাপের ইংল্যান্ড দলেও তার থাকা নিশ্চিত ছিল। গ্রীষ্ম মৌসুম শুরুর আগে ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করেছিলেন।
গতমাসে যুক্তরাজ্যের বাইরে অবকাশ কাটানোর সময় তারকা ফুটবলারের দ্বারা ধর্ষণের শিকার হন সেই নারী, অভিযোগে বলেছেন এভাবেই। ঘটনার পর ভিকটিম একটি পাঁচ তারকা রিসোর্ট থেকে পালিয়ে পরিবারের কাছে চলে যান। যুক্তরাজ্যে ফিরে গত রোববার সন্ধ্যায় থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।
সেই নারী গোয়েন্দাদের কয়েকটি ছবি দেখান। সেগুলো দেখিয়ে দাবি করেন, তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তার অভিযোগের কয়েকঘণ্টা পরই তারকা ফুটবলারের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
ফুটবলারের পাশাপাশি কোন ক্লাবের হয়ে তিনি খেলেন সেটিও গোপন রাখা হয়েছে। ক্লাবটির কর্তারা নাকি ঘটনার কথা জেনে বিস্ময় প্রকাশ করেছেন, খেলোয়াড়টির সতীর্থরাও বিষয়টি জেনে হতবাক। এটা ক্লাবের জন্য হাতুড়ি পেটা খাওয়ার সমান আঘাত বলা হয়েছে।







