Advertisements
নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, কেবল একক প্রার্থী নয়, আরপিও সংশোধনীতে সব আসনেই ‘না’ ভোটের সুযোগ রাখা উচিত, তা না হলে ভোটাররা বঞ্চিত হবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করায় ভোটারদের আস্থা বাড়বে বলেও মত তাদের। আর নিজ প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা রাখায় নামসর্বস্ব দল আর বিজয়ী হতে পারবে না, এমনটাই মনে করেন বিশ্লেষকরা।








