পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’ ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করে দেশে ফেরা ডা. বাবর আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ২৮ মে সন্ধ্যায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিজ শহর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে ভক্ত এবং শুভানুধ্যায়ীরা উষ্ণ অভ্যর্থনা জানান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. বাবর আলী সাংবাদিকদের বলেন, ‘আত্মবিশ্বাস ছিল এভারেস্ট ও লোৎসে জয় করে দেশে ফেরার। দীর্ঘ প্রশিক্ষণ, প্রচেষ্টা, আকাক্ষা সবই পূরণ হয়েছে। দেশের মানুষ যেভাবে তাকে উৎসাহ জুগিয়েছেন এতে তিনি আনন্দিত।
গত ১৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’ এবং ২১ মে চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়ান ডাক্তার বাবর আলী।









