এফএ কাপ এর কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে এক গোলে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালে খেলা নিশ্চিত হলেও দলের পারফরম্যান্সে হতাশ রেড ডেভিলদের সাবেক তারকা রয় কেইন।
‘এফএ কাপের পরবর্তী রাউন্ড অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হচ্ছে তাদের ম্যানেজার যে খেলা দেখেছে তা হতাশাজনক। ফুলহ্যাম আত্মবিধ্বংসী ছিল, কিন্তু ইউনাইটেডের এমন দুর্বল পারফরম্যান্স অবিশ্বাস্য।’
‘আমার এখন মনে হচ্ছে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। প্রায় এক বা দুই মাস আগে তারা এমন ছিল, কিন্তু গত কয়েকটি খেলায় দেখেছি তাদের একটি অভ্যাস গড়ে উঠেছে, মাঝে মাঝে এটি ঠিক আছে, কিন্তু এখন মনে হচ্ছে সেটি তাদের ডিএনএ তে গেথে গেছে।’-যোগ করেন কেইন।
সেমিফাইনাল নিয়ে কেইন বলেন, ‘আমার মনে হচ্ছে তাদের কিছু বাজে অভ্যাস গড়ে উঠেছে। আজকের মতো ভাবছে, ‘আমরা ম্যানচেস্টার ইউনাইটেড’ ম্যাচ জিততে যাচ্ছি। তারা এমন মনোভাব ধরে খেললে ব্রাইটন তাদের হারিয়ে দেবে। এটা আমাদের বড় একটি ধাক্কা দেবে।’
দ্বিতীয়ার্ধের শুরুতে আলেকজান্ডার মিত্রোভিচের গোলে এগিয়ে গেলেও ৭৫ মিনিটে ব্রুনো ফের্নান্দেজের পেনান্টিতে সমতায় ফেরে ইউনাইটেড। ৭৭ মিনিটে স্যাবিটজারের গোলে এগিয়ে যায় টেন হাগের দল। ৯৪ মিনিটে কফিনে শেষ আঘাত করে ৩-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।








